সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার স্কুল, কলেজ, মাদ্রাসা ও ক্লাবসমূহের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ক্রীড়া সামগ্রী বিতরণ করছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সংসদ সদস্যের কার্যালয়ে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
ক্রীড়া সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, শেখ তহিদুর রহমান ডাবলু, ডিবি ইউনিাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মালেক গাজী, খন্দকার আরিফ হাসান প্রিন্স, কাজী কামরুজ্জামান, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, জেলা তাঁতীলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহীন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফ আলী, কোষাধ্যক্ষ সাইদুর রহমান শাহীন, ইদ্রিস বাবু, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, বাঁশদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, শেখ হেদায়েতুল ইসলাম প্রমূখ।
এসময় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের মাঝে ক্রিকেট সেট, ভলিবল সেট, ব্যাডমিন্টন, দাবা সেট, ক্যারাম সেট, ফুটবল, হ্যান্ডবল, টি বল, লুডু ও ভলিবল বিতরণ করা হয়।


0 মন্তব্যসমূহ