শিরোনাম

6/recent/ticker-posts

অবশেষে হার মানলেন আইভরিয়ান ফুটবলার ক্যান্সারের কাছে


স্পোর্টস ডেস্কঃ

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে হার মানলেন ইতালিয়ান ক্লাব আতালান্তার তরুণ তারকা উইলি তা বি। মাত্র ২১ বছর বয়সে পরপারে পাড়ি জমিয়েছেন এই আইভরি কোস্ট মিডফিল্ডার।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) উইলির মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে তার ক্লাব আতালান্তা। নিজেদের তারকার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছে সিরি’আ লিগের ক্লাবটি।

আতালান্তার হয়ে ২০১৯ সালে ইতালির যুব ক্লাব ফুটবল লিগের আসর প্রিমাভেরা শিরোপা জেতেন উইলি। একই বছরের জানুয়ারিতে তার ইন্টার মিলানের হয়ে খেলার স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ক্যান্সার। ডায়াগনোসিসে জানা যায়, তার লিভারে আক্রমণ করেছে এক টিউমার।

উইলি আইভরি কোস্টের যুব দলের হয়েও খেলেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ