সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে পিসক্লাব সদস্যদের সাথে স্থানীয় জনপ্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে পিস কনসোর্টিয়ামের সহযোগিতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়।
সমাজসেবক মাস্টার সওকাত হোসেনের সভাপতিত্বে এবং কাশিমাড়ী ইউনিয়ন পিসক্লাবের সভাপতি রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ও মডারেটর হিসেবে বক্তব্য রাখেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস.এম আব্দুর রউফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব আব্দুস সবুর, ইউপি সদস্য জাহাঙ্গীর কবীর লাকি, জহুর মোল্যা, রাজগুল ইসলাম, পাপিয়া হক, সমাজসেবক ডা. মিজানুর রহমান, ডা. হাফিজুর রহমান, সাধন মিস্ত্রি, রূপান্তর’র উপজেলা প্রকল্প সমন্বয়ক মিনহাজুল হক প্রমূখ।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও পিস ক্লাবের সদস্যরা সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠাসহ উগ্রপন্থা প্রতিরোধে এলাকায় সচেতনতা সৃষ্টি করতে কয়েকটি পরিকল্পনা হাতে নেয়।


0 মন্তব্যসমূহ